‘শিশুর হাসি’ শিশু স্বাস্থ্য বিষয়ক একটি ওয়েবসাইট ।মা বাবাকে শিশু স্বাস্থ্য বিষয়ে সচেতন করা ও শিশু স্বাস্থ্য বিষয়ক ছোটখাটো সমস্যা কিভাবে ঘরে বসে সমাধান করা যায় সে বিষয়ে পরামর্শ দেওয়া এ ওয়েবসাইট এর লক্ষ্য । তাছাড়া প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত মা বাবারা যাতে ঘরে বসে অল্প খরচে বিশেষজ্ঞ শিশু চিকিৎসকের পরামর্শ নিতে পারেন সে বিষয়ে সহযোগিতা করা এ ওয়েবসাইট এর লক্ষ ।এ ওয়েবসাইট এর প্রতিষ্ঠাতা একজন শিশু বিশেষজ্ঞ। উনি শিশু বিষয়ে উচ্চতর ডিগ্রিধারী[এম,বি,বি,এস, বি,সি,এস (স্বাস্থ্য), এম,ডি (শিশু মেডিসিন) ] । বর্তমানে উনি সহকারী অধ্যাপক (শিশু বিভাগ) , শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল , টাংগাইলে কর্মরত আছেন ।