• May 15, 2022
  • forhad
  • 0

নবজাতকের যত্ন

শিশু জন্মের পর আমরা নতুন বাবা মারা অনেক সময় উৎকণ্ঠায় থাকি, কিভাবে তার যত্ন নেওয়া সঠিক সে সম্পর্কে দ্বিধাগ্রস্থ থাকি। আশাকরি নিম্নের পরামর্শ সমূহ, বাচ্চার বাবা মাকে সঠিক দিক নির্দেশনা দিবে।

১. জন্মের পর প্রথম ঘন্টার ভিতরে বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন।

২. জন্মের পর বাচ্চাকে অবশ্যই শাল দুধ খাওয়াবেন, কারণ এতে প্রচুর এনার্জি থাকে এবং বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে।

৩. ছয় মাস বা ১৮০ দিন পূর্ণ না হওয়া পর্যন্ত বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াবেন।

৪. বাচ্চাকে চিনির পানি,মধু বা অন্য কোন খাবার এমনকি পানিও খেতে দেবেন না।

৫. জন্মের পর বাচ্চার গায়ে সাদা রঙের ক্রিম এর মত দেখতে পদার্থ কখনোই মুছবেন না কারণ এগুলি রোগ সংক্রমণের হাত হতে আপনার শিশুকে রক্ষা করবে।

৬. বাচ্চার নাভিতে ৭.১% ক্লোরোহেক্সিডিন প্রয়োগ করা হয়েছে কিনা নিশ্চিত হোন। বাজারে এটি হেক্সি কর্ড নামে পরিচিত।

৭. জন্মের পর মা ও শিশুকে একই বিছানায় রাখুন।

৮. জন্মের পর প্রথম ৭২ ঘন্টা বাচ্চাকে গোসল করাবেন না। তবে যদি বাচ্চার গা মল অথবা রক্ত দ্বারা নোংরা হয় তবে শুধু অপরিষ্কার অংশ ঈষদুষ্ণ পানিতে কাপড় ভিজিয়ে দ্রুত মুছে দিন।

FollowFacebooktwitterlinkedininstagramflickrfoursquaremail
Share itFacebooktwitterredditpinterestlinkedinmail