বয়স বৃদ্ধির সাথে সাথে আপনার শিশুর সঠিক মাত্রায় ওজন বাড়ছে কি ?
জন্মের পর থেকে একটা শিশুর নানা ভাবে বিকাশ ঘটে —শারীরিক বিকাশ, মানসিক বিকাশ ও সামাজিক বিকাশ । সবধরনের বিকাশই অত্যন্ত গুরুত্বপূর্ণ । এর যেকোনো একটি ঠিকমত না ঘটলে শিশুর জন্য খুবই ক্ষতিকর । শারীরিক বৃদ্ধি বা বিকাশ বোঝার উপায় হচ্ছে নিয়মিত শিশুর ওজন ও উচ্চতা মাপা । জন্মের পর প্রথম সপ্তাহে শিশুর ওজন কমতে থাকে । তারপর যথারীতি শিশুর ওজন বিভিন্ন রেট বা গতিতে বাড়ে । প্রথম তিন মাসে প্রতিদিন গড়ে ২৫-৩০ গ্রাম করে ওজন বাড়ে। পরবর্তী মাসগুলোতে আরেকটু কম হারে ওজন বাড়তে থাকে, ৩-১২ মাস বয়স পর্যন্ত প্রতি মাসে গড়ে ৪০ গ্রাম ওজন বাড়ে। ৬ মাস বয়সে শিশুর ওজন জন্মের সময়ের ওজনের দ্বিগুণ হয়, এক বছরে ৩ গুণ, দুই বছরে ৪ গুণ, তিন বছরে ৫ গুণ, পাঁচ বছরে ৬ গুণ হয় এবং ১০ বছরে ১০ গুন হয় । ওজন বৃ্দ্ধির চার্টের মাধ্যমেে কোন বয়সে শিশুর কি ওজন হওয়া উচিত তা জানতে পারি ।
Share it