• May 8, 2022
  • forhad
  • 0

শিশুদের ডায়রিয়া হলে করণীয়

১. প্রতিবার পাতলা পায়খানার পর আপনার শিশুকে ঘন ঘন খাবার স্যালাইন খাওয়াবেন ।

২. শিশুর বয়স যদি ছয় মাসের কম হয় , ঘন ঘন বুকের দুধ খাওয়াবেন ।

৩. শিশুর বয়স ছয় মাসের বেশি হলে বুকের দুধের পাশাপাশি অন্যান্য তরল জাতীয় খাবার বেশি বেশি খাওয়াবেন ।

৪. শিশুর বয়স ছয় মাসের বেশি হলে নরম করে জাও রান্না করে পাকা কলা দিয়ে চটকে খাওয়াবেন ।

৫. শিশুর বয়স ছয় মাসের বেশি হলে কাঁচকলা দিয়ে খিচুড়ি রান্না করে দিবেন ।

৬. শিশুর বয়স ছয় মাসের বেশি হলে চিড়ার পানি ও ডাবের পানি দিবেন।

৭. শিশুর বয়স ছয় মাসের বেশি হলে অন্যান্য স্বাভাবিক সব খাবার খেতে দিন।

৮. শিশুর হাত সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিন ।

৯. শিশুর খেলাধুলার সামগ্রী সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে হাতে দিন ।

১০. খাবার স্যালাইন কখনো ভেঙে ভেঙে গুলবেন না ।

১১. খাবার স্যালাইন ভেঙে ভেঙে গুললে আপনার শিশুর শরীরে লবণের আধিক্যের কারণে খিচুনিসহ নানা রকম জটিলতা তৈরি হতে পারে যা মৃত্যুর কারণ হতে পারে ।

১২. পুরো এক প্যাকেট খাবার স্যালাইন ৫০০ মিলি লিটার বিশুদ্ধ পানিতে গুলুন ।

১৩. একবার গুলার পর তা ১২ ঘণ্টা সংরক্ষণ করে রাখা যাবে । ১২ ঘন্টা পর অবশিষ্ট থাকলে ফেলে দিয়ে নতুনভাবে গুলুন।

FollowFacebooktwitterlinkedininstagramflickrfoursquaremail
Share itFacebooktwitterredditpinterestlinkedinmail