শিশুর ক্রিমিনাশক
আপনি জানেন কি নিয়মিত কৃমিনাশক না খাওয়ালে আপনার বাচ্চা ক্ষুধামন্দা, পুষ্টিহীনতা, রক্তশূন্যতাসহ নানা রকম মারাত্মক স্বাস্থ্য জটিলতার সম্মুখীন হতে পারে। তাই আপনার বাচ্চার বয়স যদি এক বছর বা তার বেশি হয় তবে ডাক্তারের পরামর্শ মত নিয়মিত কৃমিনাশক ঔষধ খাওয়াবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুসারে আপনার বাচ্চাকে প্রতি ছয় মাস অন্তর অন্তর অথবা অন্ততপক্ষে বছরে একবার কৃমিনাশক ঔষধ খাওয়ানো উচিত। কৃমির সংক্রমণ থেকে আপনার বাচ্চাকে বাঁচাতে নিম্নলিখিত পদ্ধতিগুলো অনুসরণ করুন।
১। খাবার খাওয়ার পূর্বে এবং শৌচাগার ব্যবহার করার পর অবশ্যই ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া নিশ্চিত করবেন।
২। আপনার বাচ্চা যেন মলদ্বারের আশে পাশে না চুলকায় সেদিকে খেয়াল রাখবেন।
৩। খাবার ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন।
৪। আপনার বাচ্চার আঙ্গুল চুষার অভ্যাস থাকলে তা অবশ্যই বন্ধ করবেন।
৫। আপনার বাচ্চাকে নিয়মিত নখ কাটার অভ্যাস করান।
FollowShare it