• May 10, 2022
  • forhad
  • 0

শিশুর জ্বর হলে কি করবেন?

শিশুর জ্বর হলে ‘মা’ রা অনেক সময় আতঙ্কিত হয়ে পড়েন । জ্বর নামানোর সঠিক পদ্ধতি জানা থাকলে জ্বর নামানো খুবই সহজ ব্যাপার ।শিশুর জ্বর হলে

১. শিশুর শরীরের জামাকাপড় খুলে দিন। এতে শরীর থেকে সহজে তাপ বেড়িয়ে যাবে।

২. ঈষদুষ্ণ গরম পানিতে সূতি কাপড় ভিজিয়ে ও চিপে গলা হতে পায়ের তলা পর্যন্ত বারবার মুছে দিন। ঠান্ডা পানিতে মুছাবেন না।

৩. মাথায় পানি ঢালা বা জলপট্টির দরকার নেেই।স্বাভাবিক তাপমাত্রার পানিতে কাপড় ভিজিয়ে ও চিপে মুছে দিন।

৪. ডাক্তার এর নির্দেশিত ডোজে প্যারাসিটামল সিরাপ বা সাপজিটরী অথবা ড্রপ ব্যবহার করুন।

FollowFacebooktwitterlinkedininstagramflickrfoursquaremail
Share itFacebooktwitterredditpinterestlinkedinmail